| সকাল ১০:৩০ - রবিবার - ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় উপ-নির্বাচন কাল :সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ফুলবাড়ীয়ায় ব্যুরোঃ   আগামীকাল সোমবার ময়মসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহুর্তের প্রচারণায় প্রার্থীরা নির্ঘুম সময় পার করছেন। নির্বাচনে ৯টি কেন্দ্রের সকলগুলোই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

 

শনিবার রাত ১২টার পর থেকে সকল ধরনের সভা, সমাবেশ, শোডাউন বন্ধ রয়েছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী। ১৬ হাজার ৮শ ২৯ ভোট নিয়ে অত্র ইউনিয়নে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা।

 

চেয়ারম্যান পদে আ’লীগের সালিনা চৌধুরী সুষমা (নৌকা), জাতীয় পার্টির বারিকুল ইসলাম স্বপন তালুকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মোঃ শামিম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান সিরাজ সাজু (আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের কর্মী সমর্থক বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।

 

তিনজন প্রার্থীর মধ্যে আ’লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সালিনা চৌধুরী সুষমা’র শ্বশুর হ র ম শহিদুজ্জামান আকন্দ হবি মাস্টার গত চতুর্থধাপ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার একমাস পর মৃত্যু বরণ করেন। সালিনা চৌধুরী রাজনৈতিক মাঠে নতুন মুখ হলেও শ্বশুর এবং স্বামী আর্ন্তজাতিক গণমাধ্যম এসোসোয়েট  প্রেস (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম রিপনের ক্লিন ইমেজ, দলীয় ভোট ও নারী ভোটারদের তার প্রতি আকৃষ্ট করার কারনে ভোটের মাঠে অনেকটা এগিয়ে রয়েছেন।
বারিকুল ইসলাম স্বপন তালুকদার গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ মানুষের কাছে তার রয়েছে কিছুটা গ্রহণ যোগ্যতা। প্রায় দু’মাস আগে জাতীয় পার্টীতে যোগদান করে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে উপনির্বাচন অংশ গ্রহণ করছেন। তিনি দলীয় প্রতীকের চেয়ে ব্যাক্তি ইমেজে ভোটারদের কাছে অনেকটা জনপ্রিয় রয়েছেন আর ভোটের মাঠেও আলোচনা রয়েছেন বেশ জুড়েসুরেই।

 

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই বারের চেয়ারম্যান শাহজাহান সিরাজ সাজু আনারস প্রতীক নিয়ে আঞ্চলিকতা দোহাই দিয়ে নির্বাচনী প্রচার প্রচারনাসহ ভোট প্রার্থনা করছেন। বিএনপির দলীয় ভোট ব্যাংক হিসিবে পরিচিত রাঙ্গামাটিয়া ইউনিয়নে বিএনপির দলীয় কোন প্রার্থী না থাকায় এবং তিনটি ওয়ার্ডের ৫ হাজার ৬৭৯ ভোটার নিয়ে আঞ্চলিকতার টান নিয়ে সাবেক এ চেয়ারম্যান নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন।

 

ইসলামী আন্দোলনের মনোনিত প্রার্থী মোঃ শামিমকে নিয়ে তেমন কোন নির্বাচনী আলাপ আলোচানা নেই ভোটারদের মাঝে এবং নেতাকর্মীদের এখনো দেখা যায়নি নির্র্বাচনী কার্যক্রমে।

 

নির্বাচন পরিচালানা কমিটির মতে সাধারন ভোটাররা শেষ পর্যন্ত দলীয় প্রতীকে ভোট দিলে লড়াই হবে নৌকা বনাম লাঙ্গল প্রতীকে। ভোটারদের মতে বিএনপির সাধারণ ভোটারদের যে প্রার্থীর ভাগে নিতে পারবেন তারই চেয়ারম্যান হওয়ার সম্ভবনা অনেকটা বেশি।

 

অপরদিকে উপজেলার ৩ নং কুশমাইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও ১৩ নং ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়াডের্র স্থগিত ভোট কেন্দ্রের ভোট গ্রহন হবে একই দিন। কুশমাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী এম এ জব্বার চশমা প্রতীক নিয়ে আ’লী মনোনিত প্রার্থী মোঃ শামছুল হক নৌকা প্রতীকের চেয়ে ১২ শ ভোটের অধিক ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। কুশমাইল ৫ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৪৬০। তবে এ কেন্দ্রটি আ’লীগ মনোনিত প্রার্থী মোঃ শামছুল হকের নিজ কেন্দ্র।

 

উল্লেখ্যঃ  গত ৭ জুন উপজেলার ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের আ’লীগের দলীয় চেয়ারম্যান হরম শহিদুজ্জামান আকন্দ হবি মাস্টার ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করলে ইউনিয়নটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।

সর্বশেষ আপডেটঃ ৩:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০১৬