| রাত ১:০০ - মঙ্গলবার - ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রূমা কনফেকশনারি ও মা দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার কে জরিমানা

লোক লোকান্তরঃ   ময়মনসিংহ শহরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না টাঙানো এবং লাইসেন্সবিহীন পণ্য বিক্রির দায়ে রূমা কনফেকশনারি ও মা দয়াময়ী মিষ্টান্ন ভান্ডার কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে শহরের চরপাড়া মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

 

জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মো: খলিলুর রহমানের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর এই অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ মোতাবেক প্রতিষ্ঠানদুটিকে জরিমানা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২:৫৪ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০১৬