| রাত ২:৩৩ - রবিবার - ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখায় কর্মশালা(ভিডিও)

স্টাফ রিপোর্টারঃ   মানি লন্ডারিং এবং সন্ত্রাস বিরোধী আইনের বিধি বিধান ও তার প্রয়োগিক দিক  সর্ম্পকে বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখায় আজ শনিবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের আয়োজনে শহরের ছোট বাজার ব্যাংকের সেমিনার কক্ষে আজ শনিবার মানি লন্ডারিং এবং সন্ত্রাস বিরোধী আইনের বিধি বিধান ও তার প্রয়োগিক দিক  সর্ম্পকে কর্মশালা অনুষ্টিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এবং ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বিএফআইইউের অপারেশনাল হেড এবং বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক দেব প্রসাদ দেবনাথ ও ময়মনসিংহ অফিসের মহা ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রমুখ।

 

কর্মশালায় ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ৬ জেলার পুলিশের উপ-পরিদর্শক এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ৬৪জন অংশ গ্রহন করেন।

 

দিন ব্যাপী কর্মশালায় চলমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে মানি লন্ডারিং এবং সন্ত্রাস বিরোধী আইনের বিধি বিধান ও গুরুত্ব ও তাৎপর্য সম্পকে প্রশিক্ষনার্থীদের মাঝে আলোকপাত করা হয়।

 

 

সর্বশেষ আপডেটঃ ২:১৩ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০১৬