| সকাল ৬:৫৬ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে রেলওয়ে দুর্ঘটনা প্রতিরোধ প্রচারণা চালিয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে ‘চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ’ এর ব্যানারে দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে রেলওয়ে অফিসার ইনচার্জ মোঃ আবদুল আহাদ খান ও ময়মনসিংহ রেলওয়ে।

 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে য়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই প্রচার চালানো হয়েছে।

 

এসময় রেললাইনের উপর দিয়ে চলাচল করা, লাইনের উপর আড্ডা দেয়া, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ সহ বিভিন্ন কর্মকান্ড থেকে বিরত থাকতে জনসাধারণকে অনুরোধ করা হয়।

 

এছাড়া এসময় জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহ রেলওয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে পুলিশ লিপলেড বিতরন করে। লিপলেডে বিভিন্ন দন্ডবিধি ও ধারা উল্লেখ করে রেলওয়ে সম্পর্কিত নানান অপরাধ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়।

 

এসময় ময়মনসিংহ রেলওয়ের কর্মকর্তাদের পাশাপাশি রেলওয়ে পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ছবিঃ রেড মিল্লাত। লোক লোকান্তর ।।

সর্বশেষ আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৬