| সকাল ৮:০০ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নান্দাইলের বেতাগৈর ইউনিয়নের নির্বাচন স্থগিত

ভ্রাম্যমান প্রতিনিধি:  ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১নং বেতাগৈর ইউনিয়ন এর নির্বাচন আগামী ৩১ অক্টোবর সোমবার  অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কিন্তু হাইকোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।

 

এলাকার জনৈক আবুল কালাম বাবুল ও ইদ্রিছ কামাল হাইকোর্টে সীমানা সংক্রান্ত জটিলতায় রিট আবেদন করার ফলে নিদিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। হাইকোর্টের রিট পিটিশনের বিরুদ্ধে আপিল করলে রিট পিটিশনটি খারিজ করে ৩১ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

 

ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৭৪২০/২০১৬ এর বিগত ১৭ অক্টোবর/১৬ তারিখের আদেশে পূর্বের আদেশের তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য বেতাগৈর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে।

 

উক্ত আদেশটি প্রতিপালন করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।বাংলাদেশ নির্বাচনকমিশন সচিবালয় স্বারক নং ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৪০.১৬-৫০১ তারিখ-২৫.১০.১৬ মূলে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অবগত করানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:৪৯ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০১৬