| দুপুর ২:১৬ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ইলিশ মাছ জব্দ করে জরিমানা আদায়

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রির দায়ে ইলিশ মাছ জব্দসহ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

আজ সোমবার ঈশ্বরগঞ্জ পৌর সদর মাছ মহালে ভ্রাম্যমান আদালত মাছ জব্দসহ জরিমানা করে।

 

জানা যায়, প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত ৬২ পিস ইলিশ মাছ জব্দ করেছে। এ সময় ভ্রাম্যমান আদালত মাছ ব্যবসায়ী মোবারক হোসেনকে (২০) ২ হাজার টাকা জরিমানা করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহ্ফুজুল আলম মাসুম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এস এম সানোয়ার রাসেলের নেতৃত্বে জব্দকৃত মাছ ইসলামপুর গাফুরীয়া মাদ্রাসার এতিমখানার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ২:২৯ অপরাহ্ণ | অক্টোবর ২৪, ২০১৬