| দুপুর ১২:৫৩ - সোমবার - ২রা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৮ই ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে সফর, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ ক্লিনের ষষ্ট অভিযান সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ   শহরের গোলপুকুরপার এলাকা পরিচ্ছন্নতার মাধ্যমে ময়মনসিংহ ক্লিন এর ষষ্ট অভিযান সম্পন্ন হয়েছে। ঢাকা ক্লিনের আদলে গড়ে উঠা ময়মনসিংহ ক্লিন একের পর এক সড়ক আবর্জনামুক্ত করনে অভিযান চালাচ্ছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই অভিযান চলে।

 

জানা যায়, ময়মনসিংহ ক্লিন এর নিবন্ধিত সদস্য সংখ্যা ৪০০’র একটু বেশি। এতে রয়েছেন বিভিন্ন বয়স ও পেশার নাগরিকবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শির্ক্ষার্থীরাও সেচ্ছায় শ্রম দিচ্ছেন এই সংগঠনে।

ময়মনসিংহ ক্লিন এর ষষ্ট অভিযানের সময় গোলপুকুরপারের বাসিন্দারা জানান, ময়মনসিংহ ক্লিন আমাদের নিজ নিজ দায়িত্বের কথা নতুন করে স্মরণ করিয়ে দিল। একটু সচেতন থাকলে আমরাই আমাদের শহর পরিস্কার রাখতে পারি। আসলে পরিবর্তনটা গুটিকয়েক লোকের মাধ্যমেই শুরু হয়।

প্রতি সপ্তাহে একদিন করে সম্মলিত সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে চলবে বলে জানিয়েছিলেন ময়মনসিংহ ক্লিন এর সমন্বয়ক মতিউর রহমান ফয়সাল।

সর্বশেষ আপডেটঃ ১১:১১ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০১৬