| রাত ৮:৩৯ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’র মিটআপ অনুষ্ঠিত

জুবায়ের সাঈদ লিনাসঃ   ময়মনসিংহ নগরীর বিভিন্ন সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা, যারা রক্ত দান করে থকে অথবা রক্তদান নিয়ে কাজ করে তারা আজ শহরের জয়নুল আবেদীন পার্কে একত্রিত হয়ে ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি নামে একটি সংগঠন করেছে।

 

শুক্রবার বিকাল ৪ টায় জয়নুল আবেদীন পার্কে ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’র একটি মিটআপ আয়োজনের মাধ্যমে এই নামকরন করা হয়।

 

ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’তে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা যারা রক্তদাতা এবং রক্তদান নিয়ে কাজ করে এমন প্রায় ৩৫ জনের মত সদস্য আজকে উপস্থিত ছিলেন। সবার সম্মতিতে সংগঠনটির নাম ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি নামকরণ করা হয়। শুধু নামকরন নয় ভবিষ্যৎ কর্মপন্থাও নিয়েও আজ আলোচনা হয়।

 

ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’র সদস্যরা জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে এবং উৎসবে ব্লাড গ্রুপিং এবং ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের আয়োজন করা হবে।  ভবিষ্যতে এই সোসাইটি রক্তাদানের সুবিধার জন্য একটি এপস এবং ওয়েবসাইট করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তারা আরও জানান, রক্তদানে উৎসাহিত করা এবং রক্তের অভাবে যাতে কেউ মারা না যায় সেই প্রচেষ্টার জন্যই এই সংগঠনটির সৃষ্টি। সবার সহযোগিতায় ময়মনসিংহ বিভাগের এই সংগঠনটি মানবতার কল্যাণে আরো সামনে এগিয়ে যাবে।

 

ছবিঃ জুবায়ের সাঈদ লিনাস

সর্বশেষ আপডেটঃ ১০:৫৪ অপরাহ্ণ | অক্টোবর ১৪, ২০১৬