| দুপুর ১:০৭ - বুধবার - ৪ঠা সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় দুই বখাটের দণ্ড

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহে গফরগাঁওয়ে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার দায়ে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সেই দুই বখাটে যুবকের প্রত্যেককে চার মাস করে কারাদন্ডের রায় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুল আরেফিন এই রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার দুপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টাকালে দুই যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। দুই বখাটে হলেন- মোশারফ হোসেন মিন্টু ও সুমন মিয়া। এরা পাশের কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা।

এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বখাটে এই দুইজনকে আটক করে ধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শঙ্কর কন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার জানান, কারাদন্ড ঘোষণার পর এই দুইজনকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:১৯ অপরাহ্ণ | অক্টোবর ১৪, ২০১৬