| সকাল ১০:০০ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ বিভাগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘প্রাপ্তি ও প্রত্যাশা’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:  ময়মনসিংহ বিভাগ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভাগ বাস্তবায়নের জন্য ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ‘ ময়মনসিংহ বিভাগ- প্রতিষ্ঠার একবছর- প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা শহরের  টাউনহলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

 

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, ডাঃ এম. আমান উল্লাহ এমপি, ফখরুল ইমাম এমপি, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি, শরীফ আহমেদ এমপি, আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, জুয়েল আরেং এমপি, ফাতেমা জোহরা রাণী এমপি, বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, ময়মসনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, বিভাগ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম মোঃ ওয়ালিদ প্রমূখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

 

উক্ত অনুষ্ঠানে  সকলে অংশগ্রহন করেন অনুষ্ঠানকে সফল করে তোলা জন্য ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম ও নবগঠিত ময়মনসিংহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা নাগরিক আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আহবান জানিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ১:৫৬ পূর্বাহ্ণ | অক্টোবর ১৩, ২০১৬