| ভোর ৫:৪৬ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এশিয়া কাপে কাল ভুটানে মুখোমুখি বাংলাদেশ

লোক লোকান্তর স্পোর্টসঃ   বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাল সোমবার সন্ধ্যা ছয়টায় ভুটানের বিপক্ষে খেলবে এশিয়া কাপ প্লে-অফ-২-এর অ্যাওয়ে ম্যাচ।

গত পাঁচ খেলায় চারটি হার ও একটি ড্র তে বিপর্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই অবস্থা নিয়ে কালকের ম্যাচ খেলতে নামবে টম সেইন্টফিটের দল। সস্থির কথা হল বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ যে ম্যাচটি জিতেছিল তা ভুটানের বিপক্ষে। ওই ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

কাল জিতলে বাংলাদেশ বাছাই পর্ব টপকে যাবে। তাই বাংলাদেশের বেলজিয়ান হেড কোচ টম সেইন্টফিট জানেন সহজ হবে না ম্যাচটি, তিনি বলেন ‘আমাদের সামনে কাল কঠিন সময় অপেক্ষা করছে। ভুটানের বিপক্ষে জয় ও এশিয়া কাপের  চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্নে আমরা আত্মবিশ্বাসী। ম্যাচটি কঠিন কারণ ভুটান সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছে এবং তাদের চেমেচো ও দর্জির মতো ভালো খেলোয়াড় রয়েছে। এরা আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।’

ভুটানে গেলেও বাংলাদেশ দলের অধিনায়ক এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে কোচ বলেছেন, ‘যদি মামুনুল ইসলাম একাদশে থাকে তবে সেই হবে অধিনায়ক। না হলে আশরাফুল ইসলাম রানাই অধিনায়কত্ব করবে।’

এদিকে শেষ পর্যন্ত লড়ার হুমকি দিয়ে রাখলেন ভুটানের জার্মান কোচ টরস্টেন স্পিটলার। তিনি বলেছেন, ‘নিজের মাঠে এমন উচ্চতায় ভুটানের কিছুটা সুবিধা রয়েছে।  বাংলাদেশের কোচ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং তিনি জানেন ম্যাচে কখন কী করতে হবে। তবে আমরা শেষ মিনিট পর্যন্ত লড়বো। ম্যাচে জয়ের সম্ভাবনা ৫০-৫০ শতাংশ।’

প্রতিপক্ষ সম্পর্কে বেশ ভালোই সচেতন ভুটান কোচ। তার ব্যাখ্যায় ফুটে উঠে সে বিষয়টিও, ‘বাংলাদেশেরবেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা ম্যাচ যে কোনও সময় ঘুরিয়ে দিতে সক্ষম। বাংলাদেশের মিডফিল্ডার ইমন বাবুর মার মৃত্যুতে আমরাও শোকাহত। ’

সর্বশেষ আপডেটঃ ১২:২০ পূর্বাহ্ণ | অক্টোবর ১০, ২০১৬