| সকাল ৬:০৫ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

প্রত্যাশা একটাই কখন হাতে আসবে টিকেট

লোক লোকান্তর ডেস্কঃ  কেউ ফুটপাতে শুয়ে, কেউবা বসে, আবার কেউ কেউ লাইনে দাঁড়িয়ে সময় কাটাচ্ছেন। না এইটা কোন উৎসবে বাড়ি ফেরার জন্য বাস কিংবা ট্রেনের টিকেটের জন্য লাইন নয়। আজ বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এ খেলা মাঠে বসে দেখার টিকিট পেতে প্রত্যাশীদের ঢল নেমেছে মিরপুরে। চিন্তা একটাই কখন হাতে আসবে প্রত্যাশিত টিকেট।

রোববার সকাল সাড়ে ১০টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।

বিক্রি শুরু করার সাথে সাথে টিকিট প্রত্যাশীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যায়। তাদের মাঝে অনেকেই শনিবার রাত থেকে টিকিটের জন্য লাইনের দাঁড়িয়ে রয়েছেন।

এই টিকিটের লাইনে রাজধানীর ক্রিকেটপ্রেমী ছাড়াও দেখা গেছে গাজীপুর, টঙ্গী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, বরিশাল, নোয়াখালী থেকে আসা সমর্থকদের উপস্থিতি। আর তাদের নিরাপত্তা দিতে সেখানে রয়েছেন পুলিশ ও আনসার বাহিনী।

নিরাপত্তার দায়িত্বে থাকা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, ক্রিকেটপ্রেমীরা রাত ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ও যে কোনো ধরনের অনিয়ম রোধ এবং শৃঙ্খলা বজায় রাখতে সকালে লাইনের দু’পাশে পুলিশের স্কট থাকছে।”

ফাইল ছবি

সর্বশেষ আপডেটঃ ১২:৩১ অপরাহ্ণ | অক্টোবর ০৯, ২০১৬