| বিকাল ৪:০৫ - বৃহস্পতিবার - ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইতিহাসের এইদিনে

(লোক লোকান্তর)-  পাঠক,  আজকের দিনে সংঘটিত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এক নজরে দেখে নেবো।

 ঘটনা


১৮৯৯ সালের ৯ই অক্টোবর লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু

১৭০৮ খ্রীস্টাব্দের ৯ই অক্টোবর রাশিয়া ও সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত হয়।

১৯৬২ সালের ৯ই অক্টোবর আফ্রিকার দেশ উগান্ডা বৃটিশ উপনিবেশবাদী শাসন থেকে স্বাধীনতা লাভ করে।
উগান্ডার স্বাধীনতা লাভ (১৯৬২)

১৯১১ খ্রীস্টাব্দের ৯ই অক্টোবর চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।

 

ব্যক্তি

১৯৬৭ সালের ৯ই অক্টোবর ল্যাটিন আমেরিকার বিখ্যাত বিপ্লবী নেতা আর্নেস্টো চে গুয়েভারাকে তার কয়েকজন অনুসারীসহ হত্যা করা হয়।

১৯৮৭ সালের এই দিনে কমরেড ফরহাদের মৃত্যু মস্কোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৮৫৩ সালের ৯ই অক্টোবর বিশিষ্ট ফরাসী চিকিৎসক ও গবেষক এমিল রো জন্মগ্রহণ করেন।

১৯৬৭ সালের আজকের দিনে বিখ্যাত ফরাসী ইতিহাসবিদ ও জীবন কাহিনী লেখক আন্দ্রেঁ মউরোইস মৃত্যুবরণ করেন।

১৯৮১ সালের আজকের দিনে ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনী নেতা মাজেদ আবশারারকে ইতালিতে হত্যা করে।

১১০ হিজরির আজকের দিনে হিজরি দ্বিতীয় শতকের বিখ্যাত হাদিস বিশারদ ও ফকীহ ইবনে সিরিন ইন্তেকাল করেন।

১৯৮১ খ্রীস্টাব্দের ৯ই অক্টোবর বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহের হোসেন ইন্তেকাল করেন।

২০০৪ সালের আজকের দিনে আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

১৭৫৭ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা প্রথম চার্লসের জন্ম।

১৯৩৪ সালের আজকের দিনে যুগোশ্লাভিয়ার রাজা আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত।

১৯৯২ সালের এই দিনে জার্মান পুনর্গঠনের প্রবক্তা উইলি ব্রান্টের মৃত্যু।

১৯৬৬ সালের এই দিনে বিচারপতি সাহাবুদীনের বাংলাদেশের ১৪তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ।

সর্বশেষ আপডেটঃ ৬:১৬ পূর্বাহ্ণ | অক্টোবর ০৯, ২০১৬