ফুলবাড়িয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার
আইনজীবীরা এ সমাজেরই প্রতিচ্ছবি
মো. আব্দুস ছাত্তার, ফুলবাড়িয়া প্রতিনিধিঃ বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান দেশবরেণ্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, বিগত ৫০ বছর আইন পেশায় জড়িত, আইনজীবী হিসেবে আইনকে শুধু ব্যবসা হিসেবেই নয়, আইনপেশাকে সেবা হিসেবে কাজ করেছি, তাই সকলের এতো নিখাদ ভালোবাসা পাচ্ছি। আব্দুল বাসেত মজুমদার আরো বলেন, আইনজীবীরা এ সমাজেরই প্রতিচ্ছবি। মানুষের কল্যাণে কাজ করলে দুনিয়া ও আখিরাতে শান্তি মিলবে। তাই বাকী জীবনটুকু আইনজীবীসহ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করতে চাই।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামের আব্দুল বাসেত মজুমদার এতিমখানা ও দাখিল মাদ্রাসার উদ্যোগে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান দেশবরেণ্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারকে ব্যাপক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফুলের পাপড়ি ছিটিয়ে
মাদ্রাসা মাঠে শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন অ্যাডভোকেট ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আইনজীবি পরিষদের সাবেক সভাপতি আব্দুর-নূর, বঙ্গবন্ধু যুব আইজীবি পরিষদের আহ্বায়ক এস.এম গোলাম মোস্তফা, যুগ্ন সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক লাকী বেগম, বঙ্গবন্ধু যুব আইজীবি পরিষদ ঢাকা বার এর সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, বঙ্গবন্ধু যুব আইজীবি পরিষদ ঢাকা বার এর সভাপতি মিজানুর রহমান সুমন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমদাদুল হক সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল বাসেত মজুমদার এতিমখানার পরিচালক মো. ছিদ্দিকুর রহমান।
এর আগে ময়মনসিংহ জেলা বারের আইনজীবীদের সাথে শনিবার ১১টায় এক মতবিনিময় সভায় যোগদান করে আইনজীবীদের কল্যাণে ব্যক্তিগত তহবিল থেকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান দেশবরেণ্য সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার ২ লাখ টাকার চেক প্রদান করেন।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি বাধন কুমার গোস্বামীর সভাপতিত্বে ও নূরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে সকল বক্তারা সরকারী অর্থায়নে সৈয়দ নজরুল ইসলাম আইনজীবী ভবনটি নির্মাণের প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও অর্থাভাবে ভবনটির নির্মাণ কাজ বন্ধ। তাই অবিলম্বে এই ভবনটি নির্মাণের সমুদয় টাকা যোগানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে অবিলম্বে শেখ হাসিনার সাথে ময়মনসিংহের সিনিয়র আইনজীবীদের একটি প্রতিনিধি দল দেখা করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আব্দুল বাসেত মজুমদার কাছে দাবী জানান। প্রধানমন্ত্রীর সাথে দেখা করানোর ব্যাপারে তিনি আশ্বাস প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন আনিসুর রহমান খান, মোসলেম উদ্দিন এমপি, ওয়াজেদুল ইসলাম, এএইচএম খালেকুজ্জামান, জিপি আনোয়ার হোসেন খান, স্পেশাল পিপি শেখ আবুল হাসেম, লাকী বেগম, আব্দুর-নূর দুলাল, আবুল কালাম আজাদ, ফজলুল হক, জসীম উদ্দিন আহমেসদ, মোহাম্মদ আলী, পিযুষ কান্তি সরকার, সোহরাব উদ্দিন খান, মোয়াজ্জেম হোসেন বাবুল, নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহমেদ লিটন, আব্্দুল মোতালেব লাল প্রমূখ।