| রাত ১০:৪১ - শনিবার - ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পূন:বহাল ও চাকুরী স্থায়ী করনের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ   নিয়োগ প্রক্রিয়া চালু, চাকুরীতে পূন:বহাল ও চাকুরী স্থায়ী করনের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ।

আজ শুক্রবার সকাল ১০টায় শহরের গাঙ্গিনারপাড় মোড়ে শাপলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচীতে বৃহত্তর ময়মনসিংহ ছয় জেলার পল্লী বিদ্যুৎ মিটার রিডার ও ম্যাসেঞ্জার শ্রমিকরা অংশ গ্রহন করেন। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের সভাপতি ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক শাহ ইমরান আহমেদ তালুকদারসহ সংগঠনের নেতারা।

এদিকে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে চাকুরী চ্যুতি বন্ধ করণ, অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালুকরন ও নিয়মিত করার দাবী জানান। অন্যথায় তারা রাজপথে থেকে আরো কঠোর কর্মসুচী দেওয়ার হুমকী দেন। পরে তারা বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ আপডেটঃ ১২:৩৪ অপরাহ্ণ | অক্টোবর ০৭, ২০১৬