| বিকাল ৩:০৫ - সোমবার - ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাকৃবিতে ভর্তি ফর্মের মূল্য কমানোর দাবিতে ধর্মঘট

মো. আব্দুর রহমানঃ   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফর্মের বর্ধিত মূল্য কমানো ও সব আবেদনকারীকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বুধবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান ধর্মঘট পালন করেন।

এ সময় ছাত্রনেতারা বলেন, চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফর্মের মূল্য ১০০ টাকা বৃদ্ধি করে ৭০০ টাকা করা হয়েছে। গত বছর প্রথমবারের মতো সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলেও এবার আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

এসময় তারা প্রশাসনের এ সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি করেন। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সাধারণ সম্পাদক গৌতম কর, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম ভৌমিক, সৌরভ দাস, মাগফুরা জেরিন প্রমুখ।
অবস্থান ধর্মঘটের আগে একটি বিক্ষোভ মিছিলও বের করে প্রগতিশীল ছাত্রজোট।

সর্বশেষ আপডেটঃ ২:৫৮ পূর্বাহ্ণ | অক্টোবর ০৬, ২০১৬