| রাত ১১:২২ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘আমি চাইব তার যেন কোনো ক্ষতি না হয়’

অনলাইন ডেস্কঃ  ম্যাচের মাঝপথে মাঠে ঢুকে পড়া মেহেদী হাসান আর কেউ নয়, সাধারণ একজন দর্শকমাত্র। উদ্দেশ্য মাশরাফি বিন মুর্তজাকে একবার ছুঁয়ে দেখা। সাধ মিটেছে, কিন্তু আপাতত বন্দী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তবে মাশরাফির আশা, ওই ভক্তের যেন কোনো ক্ষতি না হয়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার আফগানিস্তানের বিপক্ষে ১৪১ রানের ‘ঘটনাবহুল’ জয়ের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল মেহেদীর মাঠে ঢুকে পড়া। অবশ্য মাশরাফি নিজে কোনো ‘ইস্যু’ হিসেবে দেখছেন না। তার মত, এ রকম ঘটনা ইউরোপ-আমেরিকায় অহরহ হয়। এটা এমন কোনো ব্যাপার না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লোকটা এসে জড়িয়ে ধরল। বলল, ‘ভাই, আমি একজন দর্শক। আপনার অনেক ভক্ত।’ এখানে আসলে কিছু করার ছিল না। এমন ঘটনা ইউরোপ-আমেরিকাতে অহরহ হয়। এটা তেমন কিছু না। আমি চাইব তার যেন কোনো ক্ষতি না হয়।’

ইংল্যান্ড সিরিজের আগে এমন ঘটনা নিছক মজার হলেও, বড় কোন ইস্যু তৈরি করতে পারে বলে ধারণা করছেন অনেকে। এ নিয়ে প্রশ্ন উঠেছিল সংবাদ সম্মেলনেও। মাশরাফি নিজে এমন ধারণাকে উড়িয়ে দিলেন।

বললেন, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। এটা তেমন কিছু নয়। ভক্তদের মাঠে ঢুকে পড়ার ঘটনা অনেক পুরনো। এ ধরনের ঘটনা সারা পৃথিবীতে ঘটে।’

জানিয়ে রাখা ভালো, দ্বিতীয় ম্যাচের হারের ক্ষত দারুণভাবে কাটিয়ে উঠেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ২-১ এর সিরিজ জয়কে ইংল্যান্ডের বিপক্ষেও বড় প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।

উল্লেখ্য, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ তম ওভারের খেলা চলছিলো। বল করছিরেন পেসার তাসকিন আহমেদ। এমন সময় এক দর্শক ঢুকে গেলেন মাঠে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন…

সৌজন্যেঃ প্রিয়.কম

<iframe width=”854″ height=”480″ src=”https://www.youtube.com/embed/kx2WKTTWv1E” frameborder=”0″ allowfullscreen></iframe>

সর্বশেষ আপডেটঃ ৫:০৭ পূর্বাহ্ণ | অক্টোবর ০২, ২০১৬