| সকাল ৬:০৮ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উদ্যোগে শারদ উৎসবের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ   আসন্ন শারদীয় দূর্গোৎসবে প্রথম বারের মত পূজা উদযাপন কমিটির সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা।
শনিবার (০১ অক্টোবর) দুপুরে থানা চত্বরে কোতোয়ালী মডেল থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল থানার সহকারী পুলিশ সুপার মোঃ আল আমিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডঃ রাখাল সরকার, সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রদীপ ভৌমিক, সদস্য সচিব উত্তম চক্রবর্তী রকেট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ যাদব সেন, বড় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি এডঃ অশোক ঘোষসহ জেলা-মহানগরসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় পূজা কমিটির নেতৃবৃন্দ আসন্ন শারদ উৎসবে কোন ধরনের সমস্যা যাতে না হয় সে জন্য জেলা পুলিশ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

এ সময় সভাপতির বক্তব্যে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলম বলেন, এবারের শারদীয় উৎসবটি একটু ভিন্ন আঙ্গীকে আপনাদের করতে হবে, মাদক পরিহার করার অনুরোধ জানিয়ে তিনি বলেন মাদকের কারণে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে সমাজে। তাই কোন ধরনের সমস্যা তৈরি হলে তাৎক্ষনিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ জানান। এবারের শারদীয় উৎসব আমাদের পুলিশের জন্য চ্যালেঞ্জ। তাই প্রতিটি পূজা কমিটির নেতৃবৃন্দের মোবাইল নাম্বারগুলো থানায় দেয়ার আহবান জানান।

এবার প্রথম বারের মত পূজা উদযাপন কমিটির সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা হওয়ায় আগত মন্দির কমিটির নেতৃবৃন্দ কোতোয়ালী পুলিশকে অভিনন্দন জানান।

সর্বশেষ আপডেটঃ ৫:২১ অপরাহ্ণ | অক্টোবর ০১, ২০১৬