| রাত ১:০৫ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রতিবাদ সমাবেশে সাংস্কৃতিক কর্মীদের ক্ষোভ ও নিন্দার ঝড় ময়মনসিংহ বহুরূপী নাট্য সংস্থার কার্যালয়ে অগ্নিসংযোগ

 

স্টাফ রিপোর্টার | ১৩ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
পবিত্র ঈদুল আয়হার দিন (১৩ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৪টায় দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল সংলগ্ন ৪০ বছরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বহুরূপী নাট্য সংস্থার কার্য্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে মুল্যবান কাগজপত্র ও আসবাবপত্র। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্র্বত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিকল্পিতভাবে গ্রীল কেটে জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অগ্নিসংযোগ করে দুস্কৃতিকারীরা। এ ঘটনার প্রতিবাদে ও দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে আজ বুধবার বিকালে বহুরূপী নাট্য সংস্থার কার্যালয়ের সামনে ময়মনসিংহের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সংস্কৃতিমনা মানুষ অবস’ান সমাবেশ করে। সমাবেশে বক্তারা ৰোভ ও নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বহুরূপী নাট্য সংস্থার ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আ.ক.ম হেলাল-উল-ইসলাম এর সভাপতিত্বে ও জন উদ্যোগের আহবায়ক ও মানবিধকার কমিশনের ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক এড, নজরুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি এড, আনিসুর রহমান খান, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামর্বল ইসলাম মোঃ ওয়ালিদ, বহুরূপী নাট্য সংস’ার সচিব ও ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের আহবায়ক নাট্য ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু, ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুর্বল আমীন কালাম, এফফিএবি’র কেন্দ্রীয় মহাসচিব ও ময়মনসিংহ সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান খান লিটন, বগুড়া থেকে আগত বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান ময়না, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এড, মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. সাদিক হোসেন, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ হরি শংকর দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব কবি ফরিদ আহমদ দুলাল, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, অধ্যৰ শামসুল বারী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐক্য জোট সভাপতি এড, আবুল কাশেম, দৈনিক আলোকিত ময়মনসিংহ এর ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ ভৌমিক, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, সেবা নিকেতনের সাধারণ সম্পাদক ও বহুরূপী নাট্য সংস’ার পরিচালক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ পৌরসভার মহিলা কাউন্সিলর খোদেজা আক্তার, বিশিষ্ট শিল্পী শাহ সাইফুল আলম পান্নু, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধরাণ সম্পাদক কবি ইয়াজদাানি কোয়ায়শী, ময়মনসিংহ সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশারফ, ছায়ানট নাট্য সংস’ার সভাপতি শরীফ মাহফুজুল হক আপেল, জাগরনী নাট্য গোষ্টির সভাপতি সুপ্রিয় বণিক, তিমিরান্তিক নাট্য সংস’ার সভাপতি গোলাম রব্বানী, জেলা স্বেচ্চাসেবকরীগের সভাপতি এড, নুরজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম কুমার রকেট, কবি মোস্তাফিজুর বাশার ভাসানী, অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর প্রমুখ।
সমাবেশ শেষে আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় বহুরূপী নাট্য সংস’ার সামনে সর্বস্তরের সাংসতৃতিক কর্র্মীদের সমাবেশ হবে। সমাবেশ শেষে বিৰোভ মিছিল করে বিভাগীয় কমিশনার, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করার ঘোষনা দেয়া হয়।###

সর্বশেষ আপডেটঃ ৯:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০১৬