| সন্ধ্যা ৭:৫৬ - মঙ্গলবার - ২৩শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার ঃ ১ ছিনতাইকারী গুলিবিদ্ধ ॥ ছুরিকাঘাতে পুলিশ আহত

 

স্টাফ রিপোর্টার | ১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ময়মনসিংহ পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ছিনতাইকারী রেজাউল (২৭) আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়। আজ শনিবার ভোরে শহরের কৃস্টপুর এলাকা থেকে ৪ জনকে পুলিশ গ্রেফতার করে। আজ শনিবার সকাল ১১টায় জেলা পুলিশের সম্মেলন কৰে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুর্বল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ঈদ উপলৰে নিরাপদে মানুষ যেন কেনাকাটা চলাফেরা করতে পারে সে জন্য শহরে পুলিশী তৎপরতা বাড়ানো হয়। এর অংশ হিসেবে অল্প সময়ে পুলিশ ১৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সৰম হয়। শনিবার ভোর ৫ টায় ফুলবাড়ীয়ার এক জনৈক ব্যক্তি কৃস্টপুর এলাকা দিয়ে যাওয়ার পথে ৪ ছিনতাইকারী তার মোবাইল, ল্যাপটপ সহ সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালানোর সময় ২টি চাপাতিসহ টহলরত পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে ছিনতাইকারী গুলিবিদ্ধ রেজাউল (২৭), খোরশেদ আলম বাবু (২০), মোঃ সুমন (২৪) ও শ্রী বিপৱব (২০)। পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতদের বির্বদ্ধে আইনগত ব্যবস’া নেয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে। ##

সর্বশেষ আপডেটঃ ৩:২০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০১৬