| সকাল ৬:০৪ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এক নজরে ময়মনসিংহে ৩৩টি কলেজের জিপিএ-৫ ও পাশের হার

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদরে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ফলাফলে দেখা যায়,

ময়মনসিংহ গালর্স ক্যাডেট কলেজ পাসের হার ১০০%। ৫৩জন পরীক্ষার্থী মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।

সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, পাশের হার ৯৮.২৯%, জিপিএ- ৫ পেয়েছে ৪৬৫ জন।

মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ পাশের হার ৯৬.২৩%। জিপিএ-৫ পেয়েছে ৩৫৯ জন।

সরকারী আনন্দ মোহন কলেজ পাশের হার ৮১.৮৭%। জিপিএ-৫ পেয়েছে ৩০৬ জন।

নটরডেম কলেজ পাশের হার ৯৫.০৪%। জিপিএ-৫ পেয়েছে ২৪৪জন।

ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পাশের হার ৯৯.৪১%। জিপিএ-৫ পেয়েছে ২০২ জন।

রয়েল মিডিয়া কলেজ পাশের হার ৮৯.৪১%।জিপিএ-৫-পেয়েছে১২৯ জন।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পাশের হার জিপিএ-৫-পেয়েছে ৮১জন।

জিপিএ-৫ বেড়েছে এডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের। এ কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। পাশের হার ৮৯.০৮%।

আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ পাশের হার ৮৩.৪৮%। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন।

মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পাশের হার ৮৮.৭৯%। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।

ময়মনসিংহ কমার্স কলেজ পাশের হার ৯৭.৭৮%। জিপিএ-৫ পেয়েছে ০৮ জন।

আইডিয়াল কলেজ পাশের হার ৯০.৬৯%। জিপিএ-৫ পেয়েছে ০৬ জন।

ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজ পাশের হার ৮৯.০১%। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

ফ্লোরেন্স কলেজ পাশের হার ৯৬.৯৭%। জিপিএ-৫ পেয়েছে ০৫ জন।

ন্যাশনাল পাবলিক কলেজ পাশের হার ৮৭.৬৭%। জিপিএ-৫ পেয়েছে ০৪জন।

ডি,কে জি এস কলেজ পাশের হার ৬৬.২৪%। জিপিএ-৫ পেয়েছে ০২ জন।

জিকেপি কলেজ পাশের হার ৮৮.৩৬%। জিপিএ-৫ পেয়েছে ০২ জন।

বি,জিবি কলেজ পাশের হার ৮২,৬১%। জিপিএ-৫ পেয়েছে ০২ জন।

সিটি কলেজ পাশের হার ৬৫,১৭%। জিপিএ-৫ পেয়েছে ০১ জন।

বি,কে,বি কলেজ পাশের হার ৪৬,৯৪%। জিপিএ-৫ নেই।

অম্বিকাগঞ্জ কলেজ পাশের হার ৬৭.৬৩%। জিপিএ-৫ নেই।

মহিলা মানবিক কলেজ পাশের হার ৮৯.৬৬%। জিপিএ-৫ নেই।

সেন্ট্রাল কলেজ পাশের হার ৪১,৩৮%। জিপিএ-৫ নেই।

নাসিরাবাদ কলেজ পাশের হার ৮০,৯৮%। জিপিএ-৫ নেই।

মহাখালী মহিলা কলেজ পাশের হার ৮৬,২৩%। জিপিএ-৫ নেই।

ক্যাপিটাল কলেজ পাশের হার ৬৭,৭৬%। জিপিএ-৫ নেই।

ময়মনসিংহ কলেজ পাশের হার ৫৩,৯৫%। জিপিএ-৫ নেই।

হাজী কাশেমআলী কলেজ পাশের হার ৯১,১৪%। জিপিএ-৫ নেই।

ব্রক্ষপুত্র রেসিডেসিয়াল মডেল কলেজ পাশের হার ৭৭.৬৩%। জিপিএ-৫ নেই।

প্রাইম সেন্ট্রাল কলেজ পাশের হার ৫৮.০৬%। জিপিএ-৫ নেই।

বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান কলেজ পাশের হার ৮৬.৬৭%। জিপিএ-৫ নেই।

ইসলামী একাডেমী কলেজ পাশের হার ৬৯.৩৫%। জিপিএ-৫ নেই।

সর্বশেষ আপডেটঃ ১০:৫১ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০১৬