হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

ফুলবাড়িয়া ব্যুরো অফিস : বুধবার (১৭আগস্ট) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব এড. মোসলেম উদ্দিন এমপি। বিদ্যালয় চত্বরে প্রধান শিৰক মো. গোলাম রব্বানী‘র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, এড. ইমদাদুল হক সেলিম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান হাদী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হার্বন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সারোয়ার আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট ও নৌকা উপহার দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিৰক সাইদুর রহমান মৌলভী।