ফুলবাড়ীয়ার অটিষ্টিক বিদ্যালয় উদ্বোধন

ফুলবাড়িয়া প্রতিনিধি : আলোকিত ফুলবাড়ীয়া, বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয় এবং নতুন আঙ্গিকে উপজেলা পাবলিক লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাড.।
রবিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত একবিংশ শতাব্দীর প্রযুক্তি নির্ভর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে ‘আলোকিত ফুলবাড়ীয়া’ উপজেলা সমন্বয় ও প্রচার কমিটির সভা ইউএনও শারমিন সুলতানা’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া সিদ্দিকা, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য এড. ইমদাদুল হক সেলিম, ইউইএও ফজলুর রহমান, হারুন অর রশিদ প্রমুখ।
উপজেলা পরিষদ চত্বরে বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মোসলেম উদ্দিন।
নতুন আঙ্গিকে উপজেলা পাবলিক লাইব্রেরী উদ্বোধন করেন আলহাজ্ব এ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি।