প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পূর্বধলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন

তিলক রায় টুলু পূর্বধলা থেকেঃ
পূর্বধলা উপজেলার নারায়নডহর উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ৫টি বিদ্যালয়ে শনিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশের সব উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।
এ উপলৰ্যে নারায়নডহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও সুধীজনদের উপসি’তিতে এক সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার পূর্বধলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শেখ রাসেল ডিজি টাল ল্যাব উদ্বোধনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া ভাসন ও ঘোষনা এক যোগে প্রচার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা -৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)। অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন রেড ক্রিসেন্ট এর নেত্রকোনা জেলা সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, উপজেলা আ”লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, মাধ্যমিক শিৰা কর্মকর্তা শফিকুল বারী, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ রহমান প্রমুখ।
প্রধান মন্ত্রীর ঘোষনার পর পর প্রধান অতিথি স’ানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) নারায়নডহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেখ রাসেল ডিজি টাল ল্যাব এর ফলক উন্মোচন করেন।
এ ছাড়া উপজেলার পাবই উচ্চ বিদ্যালয়, বাদেপুটিকা উচ্চ বিদ্যালয়, ডাঃ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, ও সাধূপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান মন্ত্রীর ঘোষনার পর পর স’ানীয় ইউঃ পি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ শেখ রাসেল ডিজি টাল ল্যাব এর ফলক উন্মোচন করেন।