| দুপুর ১২:৩৯ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে পল্লী বিদ্যুতের অবৈধ তারে জড়িয়ে ১ জনের মৃত্যু ॥ অপরজনের অবস্থা আশংকাজনক

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ১৩ আগস্ট ২০১৬, শনিবার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও পূর্ব শিবনগর (ঝাউগড়া) গ্রামে পল্লী বিদ্যুতের অবৈধ তারে জড়িয়ে  শনিবার আনুমানিক দুপুর ১২টায় উক্ত গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ হাসিম উদ্দিন (৩৫) ঘটনাস’লে নিহত হয়। উক্ত ঘটনায় অপর ব্যক্তি একই গ্রামের সাইফুল ইসলামের পুত্র বাবুল (২৫) গুর্বতর আহত হলে তাকে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস’া আশংকাজনক দেখা দিলে দ্র্বত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকাবাসীরা অভিযোগ করে জানান দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী গৈইছখালী গ্রামের সাখাওয়াত হোসেন বাবুল মেম্বারের বাড়ি থেকে অবৈধভাবে লুজ তার টানিয়ে পূর্ব শিবনগর ঝাউগড়া গ্রামের আব্দুল বারির পুত্র সামায়ূন কবির তার বাড়িতে লাইন নেয়। পরবর্তী সময়ে সামায়ূন কবির তার বাড়ি থেকে অবৈধভাবে পূ্‌র্ব শিবনগর ঝাউগড়া গ্রামে আরও প্রায় অর্ধশতাধিক লোকের বাড়িতে লাইন সংযোগ দেয়। বিষয়টি এলাকাবাসী সংশিৱষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:২৫ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৬