কাল মদনে অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদন উপজেলার বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বনতিয়শ্রী গ্রামের মুসলিম উদ্দিনের আরিফা আক্তার (১৪) এর বিয়ে কাল রোববার। নাম প্রকাশে অনিচ্ছুক তার সহপাঠীরা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে। বর একই গ্রামের কৃষক বেগু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (১৮)। এ উপলক্ষ্যে কনে ও বরের বাড়িতে চলছে বিয়ের আয়োজন। কনের বাবা মুসলিম উদ্দিন জানান, ভাল বর পেয়েছি, মেয়ে সুখি হবে তাই বিয়ে দিচ্ছি। ছেলের অভিভাবককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান তালুকদার জানান, বনতিয়শ্রী গ্রামের মুসলিম উদ্দিনের কন্যা আরিফা আক্তার অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বিয়ে হওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে বাল্য বিয়ে আইনগত অপরাধ। ফতেপুর ইউপি চেয়াম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী শনিবার বিকালে জানান, বিয়ের বিষয়টি আমার জানা নেই, তবে খবর নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়র শনিবার জানান,বাল্য বিয়ের বিষয়টি আমার জানা নেই, তবে পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে পারেন। মহিলা বিষয়ক কর্মকর্তা মাছুমা মমতাজকে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।