| দুপুর ১:১৮ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুরে সরকারী জায়গায় দখল করায় জরিমানা

 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ১০ আগস্ট ২০১৬, বুধবার
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারী জায়গায় দখল করে মাটি ভরাট করায় এমরান মিয়া নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার রামপুর বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, উপজেলার রামপুর বাজার এলাকায় শাজাহান মিয়ার ছেলে এমরান মিয়া রাস্তার কালভার্ট বন্ধ করে সরকারী জায়গা দখল করে মাটি ভরাট করে দোকান নির্মাণ করার পাঁয়তারা করে আসছিল। এ খবর জানাজানি হয়ে পড়লে ইউএনও আবদুলৱাহ আল মামুন ঘটনাস’লে উপসি’ত হয়ে এমরান মিয়াকে আটক করেন। পরে ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৫১ অপরাহ্ণ | আগস্ট ১০, ২০১৬