পূর্বধলায় সন্ত্রাস ,সাম্প্রদায়িকতা,মৌলবাদ জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল ও প্রতিবাদ সভা

তিলক রায় টুলু পূর্বধলা থেকেঃ
সারা দেশে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গীবাদের প্রতিবাদে বুধবার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পুর্বধলা উপজেলা আ”লীগের সহ-সভাপতি হাছান ইমাম ও যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাস সাম্প্রদায়িকা, মৌলবাদ ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ মিছিলটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূর্বধলা ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ হয়। পরে কলেজ মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লাকীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুর ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন উপজেলা আ”লীগের সিনিয়র সহ-সভাপতি হাছান ইমাম, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মোখলেছুর রহমান খান ভাসানি,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নূর্বল আমীন খান পাঠান শতকত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামর্বল ইসলাম খান, ছাত্রলীগ নেতা আল আমীন ইসলাম, সম্পদ চন্দ্র দে লাতু, শহিদুল আলম মামুন প্রমুখ