| সকাল ৬:০৪ - রবিবার - ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আনন্দমোহন কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ  ‘সন্ত্রাস নয় শান্তি চাই , শঙ্কা মুক্ত জীবন চাই’ এই শ্লোগানে ময়মনসিংহের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের এক জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪আগস্ট) কলেজের হল রুমে সকাল ১১টায় শুরু হওয়া এই সমাবেশ চলে দুপুর ১টা পর্যন্ত।

জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ওসি কামরুল ইসলাম, জেলা ও কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকিব সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ বক্তারা বলেন, বিপথগামী হওয়ার আগেই তরুণদের খেলাধুলা ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সমাজের সব স্তরের সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান তারা।

সর্বশেষ আপডেটঃ ৩:১২ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০১৬