ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতি, শাস্তি ও ষড়যন্ত্রঃ লিখেছেন মমেক পরিচালক
অনলাইন ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির লিখেছেন ময়মনসিংহ বাসীর উদ্দেশ্যে…
প্রিয় ময়মনসিংহবাসী আসসালামুয়ালাইকুম।
আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও আভিনন্দন।আপনাদের অকুণ্ঠ সহযোগিতায় আমরা ধীরে ধীরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে অপরাধী চক্র থেকে মুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছি। হাসপাতালে এখন সকল সেবা প্রদান নিশ্চিত করার চেস্টা করা হচ্ছে।
হাসপাতাল থেকে দালাল,এম আর, বিতাড়িত করা হয়েছে। সকল ঔষধ দেয়ার চেষ্টা নিরলস ভাবে করে যাচ্ছি। কোন ইনভেসটিগেসন বাইরে যেন না করতে হয় তার ব্যবস্থা নিয়েছি। দূর্নীতি পরায়ন কর্মচারীদের বদলী ও শাস্তি প্রদান করছি। সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করছি ।
এগুলো যদি কোন পরিচালকের অপরাধ হয় তাহলে আমার বলার কিছু নেই।একটি মহল যারা এতে নিজেদের ক্ষতিগ্রস্ত মনে করছেন তারা বিশেষ করে কিছু কিছু ফার্মেসী মালিকগন,দালালচক্র,কমিশনভূগি চক্র,ক্লিনিক,ডায়াগনোসিস সেন্টার এবং মেডিকেল রিপ্প্রেজেনটিটিব গন ও হাসপাতালের কিছু নগন্য সংখক নীতিহীন ডাক্তার গভীর ষড়যন্ত্রে লিপ্ত দুটি বিষয় নিয়ে
১। হাসপাতালে নৈরাজ্যকর পরিবেশ তৈরী করা।
২। পরিচালককে বদলী করার জন্য এক কোটি টাকার ফান্ড তেরী করা হয়েছে। এতে কিছু নীতিহীন রাঘব বোয়ালদের সমর্থনও আছে।
আমি ময়মনসিংহ বাসীদের সবাইকে সবিনয় পূর্বক বলতে চাই আমি এতে মোটেই ভীত নই। এ হাসপাতাল ময়মনসিংহ বিভাগের আড়াইকোটি মানুষের হাসপাতাল।আপনারা এসব দুষ্কৃতিকাীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হউন। আমি আপনাদের পাশে পেলে কোন চাপের কাছে নতি স্বীকার করব না। আমি খোলা মন নিয়ে আমার কথাগুলো আপনাদের কে জানালাম। এ শহর আপনাদের,এ হাসপাতাল আপনাদের।আপনাদের যাকে পছন্দ পরিচালক হিসেবে আপনারা আনতে পারেন।আমি যেখানেই থাকবো আপনাদের জন্য সকল শুভ ও কল্যান এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আমিন………
পরিচালক,
ব্রিগেডিয়ার জেনারেল নাসির
সুত্রঃ ময়মনসিংহ সিটি পেজ