| সকাল ৮:৪০ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী মানব বন্ধন

 

ফুলবাড়িয়া ব্যুরো : সন্ত্রাস নয়, শান্তি চাই… শ্লোগানে শ্লোগানে আজ সোমবার বেলা ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ। ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ নো. নাছির উদ্দিন খানের নেতৃত্বে মানববন্ধনে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. ইউনুছ আলী, কমিটির সদস্য অধ্যাপক এফ.এম গোলাম কিবরিয়া, এস এম আবুল হাশেম, মো. রুহুল আমিন, প্রদর্শক মো. শহীদুল্লাহ, হিসাব রক্ষক মো. আব্দুল লতিফ খান ছাড়াও বিভিন্ন বিষয়ের শিৰক-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ নেন।
এছাড়াও স্ব-স্ব ক্যাম্পাসে ফুলবাড়ীয়া কে.আই ফাজিল মাদ্‌রাসায় ভারপ্রাপ্ত অধ্য ইউনুছ আলী, কেশরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যৰ আব্দুর রাজ্জাক, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুল হক হীরা, ফুলবাড়ীয়া রয়েল কলেজের অধ্যৰ হুসাইন মুহাম্মদ জোবায়ের, পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এ, কে, এম শামছুল হক, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম রুহুল আমিন, আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, কুশমাইল বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰক চান মিয়ার নেতৃত্বে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচী পালিত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় তারা সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মানববন্ধনে অনেক স্থানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংশিৱষ্ট প্রধানগণ। ###

সর্বশেষ আপডেটঃ ৯:১২ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০১৬