| রাত ৪:০২ - শুক্রবার - ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাকৃবিতে ‘ইলেকট্রন এবং ইলেকট্রনিক ইনস্প্রাইড এডভান্স এগ্রিকালচার’ শীর্ষক সেমিনার

বাকৃবি সংবাদদাতাঃ  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ এবং ইসমাইল ফিড লিমিটেড এর যৌথ উদ্যোগে ‘ইলেকট্রন ও ইলেকট্রনিক ইনস্প্রাইড এডভান্স এগ্রিকালচার’ শীর্ষক এক সেমিনার (৩১ জুলাই ২০১৬) রবিবার বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।
পশুপালন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপসি’ত ছিলেন কুয়েত ইনস্টিটিউট অভ্‌ সাইন্টিফিক রিসার্স(কেআইএসআর) এর সিনিয়র রিসার্স সাইনন্টিস ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
সেমিনারে ইলেকট্রনিক এগ্রিকালচারের গবেষণার ওপর মূল বক্ত্যব উপস’াপন যুক্তরাষ্ট্রের টেক্‌্রাস সান এন্টোনিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুজা বিনজাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, সারা বিশ্বেই পানির ব্যাবহার বৃদ্ধি পাচ্ছে তাই পানির সীমিত ব্যবহারে সর্ব্বোচ্চ ফল পাওয়র প্রতি আমাদের গুর্বত্ব দিতে হবে। আমেরিকায় ইঞ্জিনিয়ারিং গবেষণা অত্যন্ত জনপ্রিয়। তারা ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করে ফল পাচ্ছে। এই সেমিনারের মাধ্যমে ইলেকট্রনিক চাষাবাদ সম্পর্কে আমরা নতুন ধারনা লাভ করলাম। যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরও এই গবেষণা আরো বৃদ্ধি করতে হবে যাতে প্রাণি সম্পদের জীবনমান উন্নয়নে আরো গুর্বত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।
পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর যুক্তরাষ্ট্রের টেক্‌্রাস সান এন্টোনিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুজা বিনজাহিদ কর্তৃক প্রদত্ত একটি ল্যাপটপ কম্পিউটার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের মেধাবী এবং দরিদ্র ছাত্র মোঃ আমিন মিয়ার হাতে তুলে দেন।
অন্যান্যের মাঝে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক এবং পশু বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মোঃ আবুল হাসেম।

সর্বশেষ আপডেটঃ ৯:১৪ অপরাহ্ণ | জুলাই ৩১, ২০১৬