| সকাল ৯:৪১ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ পর্যন্ত টেকসই রাস্তার দাবীতে সিপিবি‘র মানববন্ধন

 

মাসুম বিল্লাহ্‌,দুর্গাপুর(নেত্রকোনা)৩০ জুলাই ২০১৬, শনিবার
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার উদ্যোগে দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ পর্যন্ত টেকসই রাস্তার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় শনিবার।
দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি‘র কেন্দ্রীয় নেতা ডাঃ দিবালোক সিংহ, উপজেলা সিপিবি‘র সভাপতি ডাঃ সোহরাব উদ্দীন, সাধারণ সম্পাদক আলকাছ উদ্দীন মীর, কৃষক সমিতির আহবায়ক আব্দুল মালেক, যুব ইউনিয়ন সম্পাদক জুয়েল রানা, সিপিবি নেতা র্বপক সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে দুর্গাপুর থেকে শ্যামগঞ্জ পর্যন্ত টেকসই রাস্তা নির্মানের দাবী জানান।

সর্বশেষ আপডেটঃ ৭:১৬ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০১৬