| রাত ১১:৫৯ - বৃহস্পতিবার - ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

অলিম্পিকের আগে ভক্তদের হতাশ করলেন সিদ্দিকুর

অনলাইন ডেস্কঃ রিও অলিম্পিক গলফে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। নিজেকে শেষবারের মতো প্রস্তুত করতে সিদ্দিকুর অংশ নেন থাইল্যান্ডে কিংস কাপে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন হতাশ করলেন সিদ্দিকুর। কিংস কাপের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের এই গলফার।

শুরু ভালো পান সিদ্দিকুর। ১২ জনের সঙ্গে ১৯তম স্থানে থাকতে তিনি প্রথম রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগিতে পারের চেয়ে দুই শট কম খেলেন। তবে, দ্বিতীয় রাউন্ডে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সর্বনিম্ন ১ শট বেশি খেলা ৮০ জন কাট-এর উপরে থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন। ১১২তম স্থানে থেকে বিদায় নেন সিদ্দিকুর।

আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে শুরু হবে অলিম্পিক। লাল-সবুজের পতাকা বহন করবেন সিদ্দিকুর।বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সরাসরি খেলবেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ৪:১১ পূর্বাহ্ণ | জুলাই ৩০, ২০১৬