| দুপুর ১:০৭ - শুক্রবার - ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তারাবীহ নামাজ ২০রাকাত নয়, ৮রাকাত এক লক্ষ টাকা চ্যালেঞ্জ

ফুলবাড়িয়া ব্যুরো : তারাবীহ নামাজ ২০রাকাত নয়, ৮রাকাত এমন সহীহ অনেক হাদীস আছে বলে দাবী করেছেন আহলে হাদীস তাবলীগী ইসলাম বাংলাদশের অন্যতম নেতা শায়েখ মুফতি মুনির উদ্দিন। ২০রাকাতের পক্ষে যদি কোন সহীহ হাদীস কেউ উপস্থাপন করতে পারেন তাঁকে ১লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে বলে তিনি একটি লিফলেট পাঠিয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মাও. নুরে আলম সিদ্দিকীর কাছে। গত শুক্রবার (১৭জুন) জুমআর আলোচনায় পরিষদ জামে মসজিদের খতিব ও ইমাম মাও. নুরে আলম সিদ্দিকী সেই বক্তব্যকে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আহলে হাদীস মাযহাবের উদ্দেশ্যে বলেন, কবে, কোথায়, কখন কাদের নিয়ে বসবেন আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন আমি প্রস্তুত আছি- আমি প্রমাণ করবো তারাবীহ নামাজ ৮রাকাত নয় ২০রাকাত। যদি প্রমান করাতে পারি তারাবীহ নামাজ ২০ রাকাত তবে বিনিময়ে ১লক্ষ টাকা নয়, তিনি চেয়েছেন ফুলবাড়ীয়া বাজারের বড় মসজিদকে দুই মাযাহাব থেকে মুক্ত করে হানাফী মাযহাবের কাছে হস্তান্তর করতে হবে। ##

সর্বশেষ আপডেটঃ ৯:১২ অপরাহ্ণ | জুন ১৮, ২০১৬