| রাত ৩:২৭ - রবিবার - ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মাছ ধরাকে কেন্দ্র করে ফুলবাড়িয়ায় ২জন নিহত, গ্রেফতার ৩

ফুলবাড়িয়া প্রতিনিধি :  ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে শুক্রবার দুপুর ১টার দিকে বড়বিলা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ২জন নিহত হয়েছে এবং  ১৮/১৯জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

স্থানীয় আ. কদ্দুছ জানান, বিল ইজারাদার সাবেক মেম্বার প্রভাবশালী রুস্তম আলী গংরা দীর্ঘদিন যাবত প্রভাব খাটিয়ে সরকারী বিল ভোগ দখল করে আসছে। তারা এর আশপাশের খালগুলো দখল করায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন যাবত চাপা ক্ষোভ বিরাজ করছিল। শুক্রবার স্থানীয় ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা আক্তারের স্বামী কছিম উদ্দিনের সাথে রুস্তম মেম্বারের সংঘর্ষ হয়। এতে হোসেন আলীর পুত্র আ. হালিম (২৫), আ. রহমানের পুত্র আমছর আলী (৪৫) মারাত্তক আহত হলে মুমুর্ষ অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এসময় উভয় পক্ষের অন্তত ১৮/১৯জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ফুলবাড়ীয়া থানা পুলিশ রুস্তম মেম্বারসহ ৩ জনকে গ্রেফতার করেছে বলে থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৪:২৫ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৬