| বিকাল ৪:৫৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভালুকায় দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লোকলোকান্তর ডেস্কঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি।

বৃহস্পতিবার উপজেলার উথুরা গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই গ্রামের আব্দুল হামিদ মাস্টারের ছেলে এমরান হোসেনের মোটরসাইকেল চুরির উদ্দেশ্যে চার পাঁচ যুবক গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার সময় বাড়ির লোকজন খোঁজ পেয়ে ডাকাডাকি শুরু করলে ঐ চার পাঁচ যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ফুলবাড়িয়া উপজেলা রাঙ্গামাটিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুস ছালাম (৩৫) ও টাঈাইল জেলার ঘাটাইল উপজেলার মলিরচালা গ্রামের সাইদ আলীর ছেলে মনির হোসেনকে (৩০) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, চোরদ্বয়কে প্রাথমিক চিকিৎসার পর মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:২০ পূর্বাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৬