| সকাল ৮:২৭ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচী পালিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৭ এপ্রিল ২০১৬, বুধবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এ.এফ.এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্র্বত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ বুধবার ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী পালন করে।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ১ ঘন্টা অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। শিক্ষক সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ট্রেজারার প্রফেসর এ.এম.এম.শামসুর রহমান, রেজিস্ট্রার (দায়িত্ব প্রাপ্ত) ফজলুল কাদের চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নজরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাব উদ্দিন, সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলফারুন নাহার র্বমা প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৬ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৬