| সকাল ৯:৩৪ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে বিএনপি প্রার্থীর অর্থদন্ড

এম খলিলুর রহমান, ঝিনাইগাতী প্রতিনিধি:  শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২৫এপ্রিল সোমবার রাতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বিএনপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আকন্দ সোমবার রাতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ করে বন্দভাটপাড়া এলাকায় জনসভা করে। উক্ত অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থ জরিমানা করা হয়। এ সময় ওসি মিজানুর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ১:৫৭ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০১৬