| দুপুর ১:০৩ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

গফরগাঁও প্রতিনিধিঃ  ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ ক্যাম্পাসে সোমবার দুপুর ১২টার দিকে পাঁচপাই দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র আল আমীনকে (১৪) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখান থেকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত আল আমীন পৌর এলাকার শিলাসী ইমামবাড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে।
জানা যায়, গত পহেলা বৈশাখে ইমামবাড়ি মেলায় মিয়াদ, আশরাফুল, রিয়াদসহ তাদের ৬/৭ জন সহযোগির সাথে আল আমীনের কথা কাটাকাটি হয়। এর জের এ ঘটনা ঘটেছে বলে জানায় আহতের বাবা চাঁন মিয়া। গফরগাঁও থানার উপ-পরিদর্শক মোঃ সুমন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অপরাধীদের পাওয়া যায়নি। তবে গ্রেফতারে চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৭ অপরাহ্ণ | এপ্রিল ২৫, ২০১৬