| সকাল ৯:৫৭ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচন শেরপুরের আওয়ামী লীগ ৩ আওয়ামী লীগের বিদ্রোহী ৩ ও জাতীয় পার্টি ১ টিতে জয়ী

শেরপুর প্রতিনিধি: ২৪ এপ্রিল ২০১৬, রবিবার
গত ২৩ এপ্রিল শনিবার অনুষ্ঠিত শেরপুরের সদর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুটিতে আওয়ামী লীগ, তিনটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও একটিতে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী বিজয়ী হয়েছেন।
শনিবার রাতে ঘোষিত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন কামারেরচর- মো. হাবিুবর রহমান (আ. লীগ), চরমোচারিয়া- মো. খোরশেদুজ্জামান (আ. লীগ), চরশেরপুর- মো. আনোয়ার হোসেন (আ. লীগ বিদ্রোহী), বলাইয়েরচর- মো. ইয়াকুব আলী (আ. লীগ বিদ্রোহী), লছমনপুর- মো. সেলিম মিয়া (আ. লীগ বিদ্রোহী) ও চরপৰীমারী- মো. আব্দুর রউফ (জাতীয় পার্টি)।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ঘোষিত ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:২৭ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০১৬