| সকাল ৮:৪০ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাজিতপুর লৌহগাঁওবাসীর দুর্ভোগ কমেনি সারা বছর নৌকা দিয়ে পাড়াপাড়

 

মহিউদ্দিন লিটন, বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ-২৪ এপ্রিল ২০১৬, রবিবার,

কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জনবিচ্ছিন্ন জনপদ ও একটি গ্রামের নাম লৌহগাঁও। প্রতিদিন এই গ্রামের সাধারণ জনগণ থেকে শুরু করে স্কুল-কলেজের কয়েক হাজার শিক্ষাথীদের মরাখাদাঙ্গি বিল দিয়ে নৌকা পাড়াপাড় হয়ে লেখাপড়া করতে হয় অক্টোবর থেকে জুন পর্যন্ত। বাকী ৬মাস বর্ষাকালে লৌহগাঁও গ্রাম থেকে ৬ কিলোমিটার নৌকা দিয়ে বাজিতপুরে এসে গ্রামের জনতাদের কে পারিবারিক প্রয়োজনে বাজারে এসে জীবিকা নির্বাহ করতে হয়। শিক্ষার্থীদের অবস্থা ও একই রকম। এই গ্রামের লোকদের কে বিভিন্ন সময় বিভিন্ন দল মতা থাকলেও উন্নয়নের ছোঁয়া তাদেরকে এগিয়ে নেয়নি। রবিবার সরেজমিন গিয়ে কয়েকজন গ্রামবাসীদের মধ্যে মোঃ সুলতান উদ্দিন, রহমত আলী সহ কয়েকজন যাত্রীর সাথে আলাপ করলে তারা বলেন, অনেক বার বিভিন্ন চেয়ারম্যান, ক্ষমতাসীন দলের এমপিরা নির্বাচনের সময় অঙ্গীকার ব্যক্ত করেন এই গ্রামের উন্নয়ন করবেন কিন’ তারা যখন পাস করে ফেলে তখন একদিনের জন্য ও এই গ্রামের লোকজনের দুঃখ দুদর্শা দেখতে আসেনি। তারা বলেন, ২শত বছর আগে এই নদীটির খনন কাজ হয়েছিল। গ্রাম কি গ্রাম ভেঙ্গে গেছে বর্ষাকালে। অনেক গ্রামবাসী কষ্টে এই গ্রাম থেকে চলেগেছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জীবিকা নির্বাহের জন্য। গ্রামবাসীদের আকুতি সরকার বাহাদুর যদি এই গ্রাম উন্নয়নের দিকে না নজর দেন, হয়তো এই গ্রামটি বিচ্ছিন্ন হয়ে যাবে বাজিতপুরের মানচিত্র থেকে।

সর্বশেষ আপডেটঃ ৬:১১ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০১৬