| রাত ১০:২৪ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ক্যান্সারের কষ্ট সইতে না পেরে আত্মহত্যা

লোকলোকান্তর ডেক্সঃ  নাটোরের নলডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি। তিনি ক্যান্সারের কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার খাজুরা গ্রামের তেলীপাড়ায় এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ওয়াজেদ আলী খান জানান, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। প্রায় সময়ই তিনি শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করতেন এবং বিছানায় শুয়ে কাতরাতেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের আম গাছে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ আপডেটঃ ১:০৮ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৬