ফুলবাড়ীয়ায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঃ ভাংচুর

আ. জব্বার, ফুলবাড়ীয়া ঃ ১৮ এপ্রিল ২০১৬, সোমবার,
ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের বরচনা বাজারে রোববার (১৬এপ্রিল) রাত ৮ টার দিকে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক মোজার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভাংচুর হয়েছে শেখ রাসেল স্পোটিং ক্লাব। এ ঘটনার পর থেকে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক মোজার সমর্থকরা স্পোটিং ক্লাব সদস্যদের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলায় এ সংঘর্ষের সুত্রপাত হয়। সংঘর্ষে স্পোটিং ক্লাবের ১০/১২ টি চেয়ার ভাংচুর করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার ঘটনাস’ল পরিদর্শন করেছেন। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।