| সন্ধ্যা ৬:০১ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

ফুলবাড়ীয়া ব্যুরো অফিস : ১৭ এপ্রিল ২০১৬, রবিবার,

ঐতিহাসিক মুজিব নগর দিবসে আজ রবিবার ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম, ফুলবাড়ীয়া মেডল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে.এম রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, সহ প্রচার সম্পাদক কেরামত আলী জিন্নাহ, সদস্য মজিবুর রহমান খান, উপজেলা কৃষকলীগ সভাপতি উসমান গনি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান, যুবলীগ সভাপতি মো. র্বহুল আমিন, ছাত্রলীগের সাবেক সভাপতি হার্বন অর রশিদ হারুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার মো. শরিফুল ইসলাম। পরে শিল্পকলা একাডেমির ৰুদে শিল্পীরা গান পরিবেশন করেন। অপরদিকে উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় অফিসে পতাকা উত্তোলন ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
সকালে পতাকা উত্তোলনে অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, সহ প্রচার সম্পাদক কেরামত আলী জিন্নাহ, সদস্য মো. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান খান, উপজেলা কৃষকলীগ সভাপতি উসমান গনি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান, যুবলীগ সভাপতি মো. র্বহুল আমিন, ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ হার্বন প্রমুখ। পরে বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। ###

সর্বশেষ আপডেটঃ ৯:৩৩ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০১৬