ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-১

ত্রিশাল প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বাগান নামকস্থানে রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন। এখনও নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) শামীম আল মামুন জানান, এলাকাবাসীর দেয়া মথ্য অনুযায়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বাগান নামকস্থান থেকে বাসচাপায় নিহত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এখনও নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।