| সকাল ৮:৩৩ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

শেরপুরে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:   বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা’ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ এপ্রিল শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবগঠিত ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ ২৭ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুল ইসলাম, ময়মনসিংহ ও নেত্রকোনার পুলিশ সুপার যথাক্রমে মো. মঈনুল ইসলাম ও জয়দেব চৌধুরী।
ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে জেলা পুলিশের একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ডিআইজি পত্নী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৯ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০১৬