| সকাল ৮:২৫ - শনিবার - ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে বিনা টিকিটে রেলভ্রমন করায় জরিমানা

গফরগাঁও প্রতিনিধিঃ   ময়মনসিংহের গফরগাঁও  রেল স্টেশনে  বিনা  টিকিটে রেলভ্রমন, সরকারি কাজে বাধা ও টিকিট কালোবাজারি সন্দেহে ১০জনকে ভ্রাম্যমান আদালত জরিমানা করে ।
জানা যায়, শনিবার সকালে আন্তঃনগর যমুনা ও অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটে রেলভ্রমন করার অপরাধে সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিনের ভ্রাম্যমান আদালত মিঠু, ইয়াছিন, রাশিদুল, গুনু মিয়া, কামরুল, বায়েজিদ, শামীম ও সুমন নামে ৮জন ট্রেন যাত্রীকে ১শ টাকা করে জরিমানা করে। এছাড়াও টিকিট কালোবাজারি ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে রিয়াদ ও হোসনা নামে দুজনকে ৫শ টাকা করে জরিমানা আদায় করা হয়।। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হাবিবুর রহমান, স্টেশন মাষ্টার মোসলেম উদ্দিন, উপ-পরিদর্শক সুমন মিয়া, উপজেলা ভ’মি অফিসের সার্ভেয়ার আব্দুল কাইয়ুম।

সর্বশেষ আপডেটঃ ৫:২২ অপরাহ্ণ | এপ্রিল ১৬, ২০১৬