ফুলবাড়ীয়ায় বৈশাখী মেলায় ৮জুয়াড়ীর জরিমানা

ফুলবাড়ীয়া ব্যুরো অফিস : ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার,
পহেলা বৈশাখে গত বৃহস্পতিবার (১৪এপ্রিল) ফুলবাড়ীয়া উপজেলা সদরের (প্রাণি সম্পদ হাসপাতাল সংলগ্ন) বৈশাখী মেলা হতে ৮জুয়াড়ীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা সাজা হিসেবে প্রত্যেক কে ১শ টাকা করে জরিমানা করেছেন।
জরিমানাপ্রাপ্তরা হল ফুলবাড়ীয়া পশ্চিমপাড়ার আদম আলীর পুত্র আলীম হোসেন, একই এলাকার চান মিয়ার পুত্র শামীম, বর্বকা গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র ইমরান, একই এলাকার মজিবুর রহমানের পুত্র রাজু, বরুকা গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র মাসুদ, রাম নগর গ্রামের আকবর আলীর পুত্র শরিফুল ইসলাম, ফুলবাড়ীয়া পশ্চিমপাড়ার জহির্বলের পুত্র রেজাউল। এস আই আবুল খায়ের সংঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।