| সকাল ৬:৪৫ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ধোবাউড়া-গোয়াতলায় বর্ষবরণ অনুষ্ঠান স্থল ছিল সিসি ক্যামেরায় আওতায়

হাবিবুল্লাহ তালুকদার ধোবাউড়া(ময়মনসিংহ) সংবাদদাতাঃ ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার,

ময়মনসিংহে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে গোয়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৩কে বরণ করে নিল ধোবাউড়া, হালুয়াঘাট ,ফুলপুর, পূর্বধলা হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে যার যার সামর্থ অনুযায়ী নতুন জামাকাপড় পরিদান করে গ্রাম বাংলার আবহমান সাজে স্বজ্জিত হয়ে একত্র হতে থাকে। এ যেন মানুষের মহামিলন সৃষ্টি হয়। আগত দর্শনাথীরা মনে করেন অতীতের সব গৱানি মুছে নতুন বৎসরের সুখি সম্ববৃদ্ধ জীবন যাপন করব। সেই সাথে রাজনৈতিক ভেদাবেদ ভূলে সকলে একসাথে সোনার বাংলাকে উন্নয়ন করে এগিয়ে নিবে এটাই সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান। অনুষ্ঠান শুর্বতেই ছিল বর্ষবরণ ও মঙ্গল শুভযাত্রা। বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন ধোবাউড়া উপজেলার আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল মান্নান আকন্দ, এসময় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ধোবাউড়া উপজেলার সাধারণ সম্পাদক বাবু প্রিয় তোষ বিশ্বাস বাবুল, গোয়াতলা ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সভাপতি ছদর্বল আমিন তালুকদার, অনুষ্ঠানের আহবায়ক ও গোয়াতলা ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটন, গোয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিৰক মোঃ ইসমাঈল হোসেন, সহকারী শিক্ষক ও ধোবাউড়া থানা সেচ্ছা সেবকলীগের সদস্য রফিকুল ইসলাম তালুকদার লিটন, গোয়াতলা ইউনিয়নের মুক্তিযোদ্বা কমার্ন্ডার উসন আলী, ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি তরিকুল ইসলাম খোকন মন্ডল সহ প্রমুখ। মঙ্গল শুভযাত্রাটি গোয়াতলা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদৰিণ শেষে বিদ্যালয় মাঠে শেষ হয়। এরপর বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের শিৰার্থী ও আমন্ত্রিত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়। এসময় আগত দর্শনার্থীরা প্রশাসনের দৃষ্টি আকষণ করে বলেন ধোবাউড়া উপজেলার এতবড় অনুষ্ঠান আর কোথাও হয়নি। যদি এখানে প্রতিবছর পহেলা বৈশাখ অনুষ্টানটি আয়োজন করা হয় তাহলে বর্তমান ও আগামী প্রজন্মের এখান থেকে অনেক শিৰা লাভ করতে পারবে। এদিকে অপ্রীতিকর ঘটনার এরাতে সিসি ক্যামেরা ব্যবহার করে অনুষ্টানের নিরাপত্তা বলয় ব্যবস’া করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:১৩ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৬